শিরোনাম
দেশে ১৫১৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
প্রকাশ : ১২ মে ২০২০, ২১:২৩
দেশে ১৫১৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে চিকিৎসক ও নার্সসহ এক হাজার ৫১৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক ৫৮৭ জন, নার্স ৩৯০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৫৩৮ জন। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন(বিএমএ) এ তথ্য জানিয়েছে।


সংগঠনটির দফতর সম্পাদক অধ্যাপক ডা. শহিদ উল্লাহ জানিয়েছেন, সব মিলে মোট ১৫১৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫০ জন।


প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com