
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নিয়মিত সংবাদ ব্রিফিং ভিডিও কনফারেন্সে করার প্রস্তুতির কারণে রবিবার (২২ মার্চ) ব্রিফিং হবে না বলে সকালে জানানো হলেও দুপুরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতির বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় আজকের ব্রিফিং হবে।
এর আগে সকালে সংস্থাটি জানায়, আজ নিয়মিত প্রেস ব্রিফিং হবে না। সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ের জন্য কাজ চলার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের যুক্ত করে আগামীকাল থেকে নিয়মিত ব্রিফিং করা হবে।
বিবার্তা/জাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]