শিরোনাম
পরিবর্তন আসবেই, হেসে উঠুক প্রকৃতি
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ২১:০০
পরিবর্তন আসবেই, হেসে উঠুক প্রকৃতি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ময়লার ভাগাড়ের পাশে কখনো হেঁটে গেলে নাক-মুখ চেপে আমরা কোনভাবে পাশ কাটিয়ে চলে যাই। ময়লারস্তুপ থেকে ভীষণ বাজে গন্ধ অসহ্য করে দেয় জনজীবন এবং পরিবেশ।


হাইওয়ের পাশে এমন একটি ময়লার ভাগাড় ছিল সোনারগাঁয়ের মোগড়াপাড়ায়। জনসাধারণ, এলাকাবাসী, পথচারীরা এই দুর্বিষহ দুর্গন্ধের ভুক্তভোগী।


১০ বছর টানা একটা জায়গায় ক্রমান্বয়ে ময়লার স্তুপ জমলে ময়লার ভাগাড় জনসাধারণ এবং পরিবেশের জন্য কতটা হুমকিস্বরূপ হতে পারে সেটা অকল্পনীয়।


১০ বছরের ময়লার ভাগাড়কে ২৫ দিনের প্রচেষ্টায় একটা বাগানে রুপান্তর করা হয়েছে। গত জুন মাসের ১০ তারিখে ভেকুর মাধ্যমে ময়লা অপসারণ করে প্রকৃতিকে সাজানোর কাজ শুরু করা হয়। আজ বাস্তবায়ন করা হলো।


আমরা প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি ও আমাদের ভালোবাসবে। একটা সময় যেখানে ময়লার দুর্বিষহ দুর্গন্ধ ধেয়ে আসতো সেখান থেকেই এক দিন নির্মল বাতাস, বসন্তের নতুন পাতা জন্মানোর ঘ্রাণ, বর্ষার অনিন্দ্য সুন্দর প্রকৃতি ফিরিয়ে দিবে। অরণ্য হলো পৃথিবী ও প্রকৃতির ধারক-বাহক।


ময়লার ভাগাড় সরিয়ে ফলজ, বনজ, ঔষধি গাছের বাগানে পরিপূর্ণ করে দেয়া হলো।


ধন্যবাদ এসআই আজাদ ও অফিসার ইনচার্জ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট সবাইকে। পরিবর্তন আসবেই। আসুন বদলে দেই, বদলে যাক। হেসে উঠুক প্রকৃতি।


মো. খোরশেদ আলমের সেফবুক থেকে নেয়া


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com