
কয়েকদিন ধরে দেখছি বুয়েট ছাত্ররাজনীতি নিয়ে বেশ উত্তপ্ত। কিছু মানুষের FB এ No politics In Buet এর উত্তাপ।
বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরাই চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হতে চায় বা ঢাবিতে পড়তে চায়।
আমি যখন এইচ এস সি বা মেডিকেল কলেজে পড়তাম আমার ভাই তখন বুয়েটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। তখন প্রায়ই বুয়েটে কনসার্ট দেখতে যেতাম। নবীনবরণ অনুষ্ঠানে বা ছাত্র সংসদের প্যানেল পরিচিতি সভায়। তখন একটা প্রতিযোগিতা ছিল কোন দল কত ভালো কনসার্ট করতে পারে। কখনো জেমস, বাচ্চু ভাই বা মাইলসের গান। তা দেখেই আমাদের বেড়ে ওঠা।
আচ্ছা দেশবরেণ্য যেসব ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট আছেন তাদের সময় কি ছাত্ররাজনীতি বন্ধ ছিল? নাকি দেশবরেণ্য যেসব চিকিৎসক আছেন তাদের মেডিকেল কলেজে পড়াকালীন সময়ে ছাত্ররাজনীতি বন্ধ ছিল? এরশাদ বিরোধী আন্দোলনে শহিদ কিন্তু ডা. মিলনই।
ভাষা আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধেও এই ছাত্ররাজনীতির অনেক অবদান। আপনারা কি ভেবে দেখেছেন ছাত্ররাজনীতি না থাকলে একে ফজলুল হক, মাওলানা ভাসানি বা বঙ্গবন্ধু তৈরি হতো কিনা? দেশ কি স্বাধীন হতো?
আর রাজনীতি কে করবে না করবে এটা তার স্বাধীন সত্তা সিদ্ধান্ত নিবে, চাপ দিয়ে এটা বন্ধ করানো অন্যায়।
আমরা চাই সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনভাবে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিবাদ করুক, মুক্তচিন্তার বহিঃপ্রকাশ ঘটুক।
লেখক: আশ্রাফ সিয়াম
(ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]