শিরোনাম
'মূল ঘটনা আড়াল করে বাঁচানোর চেষ্টা করছেন আসামিদের'
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৩
'মূল ঘটনা আড়াল করে বাঁচানোর চেষ্টা করছেন আসামিদের'
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিছু ঘটনায় মনে হচ্ছে মূল ঘটনা আড়াল করে আসামিদের বাঁচানোর চেষ্টা করছেন কেউ কেউ।


ঘটনা ১: তদন্ত কমিটির প্রধানের চেয়েও অনেক সিনিয়র কর্মকর্তা ডিবি প্রধান হারুন সাহেব। তদন্তাধীন বিষয়ে এমন সিনিয়র একজনের মন্তব্য নিশ্চিত ভাবেই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করবে।


ঘটনা ২: এডিসি হারুন ও এডিসি সানজিদা তদন্তাধীন বিষয়ে একটি মিডিয়াকে ডেকে বক্তব্য দিয়েছেন। মজার বিষয় হলো দুজন আলাদা আলাদা ভাবে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু একই টিভিতে। আর একটি বিষয় হলো এদের দুজনের বক্তব্যে ১০০% মিল পাওয়া। একসাথে উপস্থিত থাকলেও দুজনের বক্তব্যে শতভাগ মিল পাওয়া যায়না। কারণ সবাই কিছু না কিছু মিছ করে। এদের বক্তব্যে এটা বুঝা যায় আর প্ল্যান করে ঘটনা সাজিয়ে নিজেদের পরিচিত টিভিতে বক্তব্য দিয়েছেন।


কিছু প্রশ্ন...


কিছু মিডিয়াতে এডিসি হারুনের নিজের ও তার পরিবারের রাজনীতির বিষয় উঠে এসেছে। কেউ কেউ বলছেন তার পরিবারের জামাতের রাজনীতির কথা। কেউ বলেছেন হারুনের ভাইয়ের কেন্দ্রীয় ছাত্রলীগের পদ থাকার কথা।


আমার প্রশ্ন হলো


১.এডিসি হারুন ও তার পরিবার আওয়ামীলীগের রাজনীতি করলেই কি এমন হামলা বৈধ হয়ে যাবে?


২. ছাত্রলীগের নেতারা কোনো আইনবিরোধী কাজ করলে তিনি মামলা দিয়ে গ্রেফতার করতে পারতেন।তিনি সেটি না করে থানায় নিয়ে যে নির্যাতন করছেন তা কোন ক্ষমতাবলে? আইনের কোন ধারায়?


৩. বারডেমে কিছু হয়ে থাকলে সেটা তদন্তে উঠে আসবে। কিন্তু তারা বার বার বারডেমের কথা বলে থানার নির্যাতন থেকে মানুষের নজর ঘুরানোর চেষ্টা করছেন না তো? তা না হলে তারা শুধু ঘটনার ওই অংশ টিভিতে বলে মূল নির্যাতনের ঘটনা আড়াল করছেন কেনো?


এডিসি হারুন যা করেছেন তা ফৌজদারি অপরাধ। এই অপরাধে মামলা হওয়া উচিত এবং এই অমানুষটির গ্রেফতার হওয়া উচিত।


লেখক : ইব্রাহিম মিয়া, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,
সদস্য, বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি,বাংলাদেশ আওয়ামী লীগ।


( ফেসবুক ওয়াল থেকে)


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com