শিরোনাম
'মুমিন কখনো রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহারও করে না'
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০২:২৫
'মুমিন কখনো রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহারও করে না'
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্র ধর্ম ইসলাম নেই এমন দেশগুলোতে প্রতিদিন অসংখ্য মানুষ ইসলাম ধর্মের দীক্ষা নিচ্ছে ইসলামের চিরায়ত সৌন্দর্যে অবগাহন করে। কারণ ইসলামে মিথ্যা, প্রতারণা ও ছলনার কোন স্থান নেই।


প্রকৃত মুমিন কখনো রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহারও করে না।


কিন্তু দুঃখের বিষয় উপমহাদেশে এর উল্টো প্রবণতা প্রবল। এখানে কথায় কথায় চলে ধর্মের অপব্যাখ্যা আর রাজনৈতিক ব্যবহার। যা ইসলামের প্রকৃত চেতনার সাথে সাংঘর্ষিক।


বাংলাদেশের মানুষের গড় আয়ু যেখানে ৭৩ বছর সেখানে জেল হাজতে ৮৩ বছরের এক বৃদ্ধকে অসুস্থবোধ করার সাথে সাথে হসপিটালাইজড করার পর মৃত্যুবরণ করাকে যারা হত্যা বলে চরম মিথ্যাচার করে তারা আর যাই হোক মদিনার ইসলামের অনুসারী হতে পারে না।


মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসীব করুক।


লেখক : আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি।


( ফেসবুক ওয়াল থেকে)


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com