
সমাজে মানবিক, মানবিকতা, মানবতার ফেরিওয়ালা এই শব্দসমূহের যথেচ্ছ ব্যবহার এদের অস্তিত্বকে পচন পর্যায়ে নিয়ে এসেছে!
স্বার্থের এই পৃথিবীতে একেকজনের স্বার্থের খেলা একেকরকম! কেউ অর্থ চায় তো কেউ চায় যশ বা সুনাম, আবার কেউবা চায় স্বীকৃতি!
যে কোনো বিষয়ের বাড়াবাড়ি স্বাভাবিকতা এড়িয়ে গেলেই সমস্যার শুরু হয়! মানুষের আবেগের কেনা-বেঁচা আমাদের সমাজে সবচেয়ে বেশি চলে! এর উপর ভিত্তি করেই মোটামুটি ঘটনা, দূর্ঘটনা ঘটে চলেছে এবং তার যথেচ্ছ প্রকাশও হচ্ছে এবং অতি আবেগী আমরা আবেগে মাখামাখি হয়ে এই আবেগীয় ব্যবসার সম্প্রসারণ ঘটিয়ে চলেছি! আমাদের হৃদয়ে আবেগের ফল্গুধারা এত বেশি যে তার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারছি না!
নিঃস্বার্থ মায়া, ভালবাসা এসব আজকাল আর বিশ্বাস করতে ইচ্ছে হয় না! সবকিছুর পেছনেই এখন আবেগীয় খেলা থাকে বলে মনে হয়!
লেখক : জনাব ইফতেখায়রুল ইসলাম (পিপিএম-সেবা), অতিঃ উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
(ফেসবুক ওয়াল থেকে)
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]