শিরোনাম
আমরা আম আদমি কই যাই
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ২০:৫৫
আমরা আম আদমি কই যাই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নজরুল কবির ভাই লিখেছেন, উদোর পিন্ডি বুদোর ঘাড়ে !! শাওন মাহমুদ আপা বলছেন, অনলাইনে হুজুরদের গুজব আর অশ্লীল ওয়াজ বন্ধ করতে পারে না, আবার বড় বড় কথা বলে।


সরকার দেশের সব ক'টি টেলিভিশন করোনাভাইরাস নিয়ে কোনো সংবাদ অপপ্রচার কিংবা গুজব ছড়াচ্ছে কি না, তার জন্য ১৫ জন উপসচিবকে দায়িত্ব দিয়ে মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে ।


... কোনটা গুজব কোনটা সংবাদ সেটা নির্ধারণ করবে কে? উপসচিবরা? গণমাধ্যম ও সাংবাদিকতা তবে আমলাদের বিষয়বস্তু। সাংবাদিকতা পড়তে যেয়ে বা শিখাতে যেয়ে আমাদের শিক্ষকরা কেন এটা আমাদের শেখালেন না বা আমিই বা কেন আমার শিক্ষার্থীদের শেখালাম না সেটাই ভাবছি!......


ওদিকে গণমাধ্যমে দেখলাম কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা নাকি পরিবার নিয়ে সব দেশ ছাড়ছেন। বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষা নিয়ে উদ্বেগ ও অনাস্থা রয়েছে তাদের। গণমাধ্যম বলছে কূটনীতিকদের বক্তব্য বাংলাদেশে ঠিক কতজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত তার সঠিক হিসাব সরকারের কাছে নেই। সরকারের পক্ষ থেকে আক্রান্তের যে সংখ্যা বলা হচ্ছে তাতে কূটনীতিকদের আস্থা নেই। এ অবস্থায় বাংলাদেশে অবস্থান নিরাপদ মনে করছেন না তারা।


আমরা আম আদমি কই যাই! রবীন্দ্রনাথ ঠাকুর তবে ঠিকই বলে গিয়েছিলেন...... দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি!


সামিয়া রহমানের ফেসবুক থেকে পাওয়া


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com