শিরোনাম
আমরা যা পারি, অন্যরা তা পারেন না
প্রকাশ : ১৩ মার্চ ২০২০, ১৮:১০
আমরা যা পারি, অন্যরা তা পারেন না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমি নিজে গত ছয় সপ্তাহে দুবাই, জেদ্দা, ব্রাসেলস, ভিয়েনা এবং জেনেভা বিমাবন্দরগুলোতে গিয়েছি|বিমানবন্দরগুলোতে কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা দেখিনি।


গতকাল আমার পরিচিত একজন ওয়াশিংটন, আর্মস্টাডাম, ইস্তানবুল ঘুরে ঢাকা এসেছেন।তার একজন সফরসঙ্গী জেএফকে বিমানবন্দর দিয়ে নিউইয়র্ক ফিরেছেন আজ সকালেই।


তাদের দুইজনের মতে ঢাকা বিমানবন্দরের মত করোনা রোধে প্রস্তুতি এইসব বিমানবন্দরগুলোতে নেই। এমনকি ঢাকা বিমানবন্দরে যেভাবে জীবানুনাশক দিয়ে প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে তাও ঐসব বিমানবন্দরগুলোতে করা হচ্ছেনা।


এই তথ্যটা তাদের জন্য যারা দেশ নিয়ে হাতাশায় ভুগতে পছন্দ করেন।


করোনার বিশ্বজুড়ে মহামারী 'উন্নত' দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।


আমি অবশ্যই মানি যে আমাদের অনেক কিছুতেই সক্ষমতা এখনো তৈরি হয়নি কিন্তু একই সাথে আমি মনে করি আমরা অনেক কিছুই পারি যা অন্য অনেকেই পারেনা। আমাদের মত দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা খুব কম দেশেরই আছে।


এই সময় গুলোতে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় তাই সকলের সমন্বিত সতর্কতা ছাড়া এটা মোকাবিলা করা সম্ভব নয়।


সবাই ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক থেকে পাওয়া


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com