শিরোনাম
ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য সরবরাহের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১০:২৪
ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য সরবরাহের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
বাণিজ্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ব্যাংক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারি ব্যক্তিদের ঋণ খেলাপ সংক্রান্ত তথ্যাদি সকল তফসিলি ব্যাংক হতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করার জন্য নির্দেশন দিয়েছে।


বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবরে এক সার্কুলার প্রেরণ করা হয়।


এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণ খেলাপী ব্যক্তিরা জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন। বিধায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।


সার্কুলারে এই প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার পূর্বে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দফতরে উপস্থিত থাকার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com