
দেশের বাজারে রবিবার থেকে স্বর্ণের দাম বাড়ার কথা থাকলেও বাড়ছে না। মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে ছয় ঘণ্টা পরই তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে চলতি বছর আর বাড়ছে না স্বর্ণের দাম।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা রবিবার থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু দাম বাড়ানোর ঘোষণা দেয়ার ৬ ঘণ্টা পর রাত সোয়া ১২টার দিকে সিদ্ধান্ত পরিবর্তন করে স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।
রবিবার বিষয়টি নিশ্চিত করে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। এখন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেশি। তাই দেশের বাজারে সমন্বয় করতে দাম বাড়িয়ে নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়। যা রবিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
এ ফলে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা আগের মতই ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট সোনা ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪০ হাজার ১২৪ টাকায় বিক্রি হবে।
সর্বশেষ ৬ আগস্ট ১৮, ২১ এবং ২২ ক্যারেট সোনার দর এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই।
অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ দাম ঠিক করা হয়।
বিবার্তা/শান্ত/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]