শিরোনাম
কমেছে সবজির দাম
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ১২:৫৭
কমেছে সবজির দাম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি সবজিতে ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।


শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, জিগাতলা, রায়ের বাজার কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম প্রকারভেদে গত সপ্তাহের তুলনায় ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।


এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা কমে ৫০ টাকা, টমেটো ১০০ টাকা, ভেণ্ডি ৪৫ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৭০ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৬৫ টাকা।


তবে গত সপ্তাহের তুলনায় সিমের দাম কমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৬০ টাকা, গাজর ১২০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, আলু ২৫ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪৫ টাকা, চিচিঙ্গা ৫৫ টাকা।


ধনিয়াপাতা কেজি ১০০ টাকা, কাচ কলা হালি ৪০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, এছাড়া কচুর ছড়া ৭০ টাকা, লেবু হালি ৩০ টাকা।


এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৪০ টাকা, কক মুরগি ২১০ টাকা থেকে ৩০০ টাকা পিচ। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।


কারওয়ান বাজারে দেখা যায়, ব্যবসায়ীরা এক পাল্লা (৫ কেজি) শিম বিক্রি করছেন ১০০ টাকা। অর্থাৎ প্রতিকেজি শিমের দাম পড়ছে ২০ টাকা। তবে যারা খুচরা বাজারে বিক্রির জন্য বেশি করে (৫-৭ পাল্লা) কিনছেন তাদের কাছ থেকে আরও কম দাম নেয়া হচ্ছে।


মালিবাগ হাজীপাড়া বাজারে ব্যবসায়ীরা প্রতিকেজি শিম ৩০ টাকায় বিক্রি করছেন। রামপুরা বাজারে ৩০-৩৫ টাকা কেজিতে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে শান্তিনগর বাজারে এক প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।


মাছ বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি বাজারেই ইলিশ মাছ ভরপুর। ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা। আর পিস বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায়। এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকা পিস। আর ছোট আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা।


বাজারে ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকলেও এর প্রভাবে সপ্তাহের ব্যবধানে অন্য মাছের দাম কমেনি। আগের সপ্তাহের মতোই রুই মাছ বাজার ভেদে বিক্রি হচ্ছে ২৫০-৪০০ টাকা কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা কেজি। শিং মাছ ৩০০-৫০০ টাকা, তেলাপিয়া ১২০-১৫০ টাকা, পাঙাস ১২০-১৫০ টাকা, সরপুটি ১৫০-২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com