শিরোনাম
বস্ত্র ও পাটকলগুলোর আধুনিকায়নে সহায়তা করবে চীন
প্রকাশ : ০৯ মে ২০১৮, ২২:৪৪
বস্ত্র ও পাটকলগুলোর আধুনিকায়নে সহায়তা করবে চীন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের বস্ত্র ও পাটকলগুলোকে আধুনিকায়ন করার প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না সিটিইএক্সআইসি করপোরেশন। পাশাপাশি বস্ত্র ও পাটকলগুলোর আধুনিকায়নের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস কক্ষে বুধবার মন্ত্রণালয়ে সচিব ফয়জুর রহমান চেীধুরীকে চীনের ব্যবসায়িক প্রতিনিধিদল এ প্রস্তাব দিয়েছেন।


প্রতিনিধিদলের এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সচিব জানান, বাংলাদেশর পাটশিল্পের উন্নয়নে এ প্রস্তাব খুবই ইতিবাচক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


বৈঠকে সচিব বলেন, প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রদত্ত নিদের্শনা বাস্তবায়ন করতে পাটকলগুলোর পুরাতন মেশিন বাদ দিয়ে আধুনিক মেশিন বসানো হবে। পাশাপাশি বন্ধ মিলগুলো পুনঃরায় চালু করার পদক্ষেপ নিচ্ছে সরকার।


এ সময় চীনের ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চায়না সিটিইএক্সআইসি করপোরেশনের প্রেসিডেন্ট হু বাও লিন, ভাইস প্রেসিডেন্ট হুয়াং লিয়ান স্যাং, জেনারেল ম্যানেজার ওয়াং ঝ্যাং চাও, লুই বিন,কু বি এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সিয়াও পিং।


এছাড়া, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক ইসমাইল হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুসনুল মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোকন/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com