শিরোনাম
কর অঞ্চল-৪ এর রাজস্ব হালখাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৮, ১৭:১৩
কর অঞ্চল-৪ এর রাজস্ব হালখাতা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বির্নিমাণের মাধ্যমে সমৃদ্ধি রাজস্ব সংস্কৃতির বিকাশ’ এই প্রতিবাদ্য সামনে রেখে কর অঞ্চল-৪ দ্বিতীয় বারের মত আয়োজন করছে রাজস্ব হালখাতা-১৪২৫।


রবিবার রাজধানীর বিজয়নগর টেপা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই রাজস্ব হালখাতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া এনডিসি।


কর অঞ্চল ৪-এর কর কমিশনার রাধেশ্যাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আরো বক্তব্য দেন, অতিরিক্ত কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুক, শহিদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার রওশন আখতার, আব্দুর রাজ্জাক প্রমুখ।


কর অঞ্চল-৪ আয়োজিত রাজস্ব হালখাতায় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৪০ কোটি টাকা কর আদায় হয়।


অনুষ্ঠানে বক্তরা বলেন, কর কর্মকর্তা ও করদাতাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্যই দ্বিতীয়বারের মত আয়োজন করা করা হয়েছে রাজস্ব হালখাতা। করভীতি দূর করে করদাতাদের উৎসাহিত করাই এই আয়োজনের উদ্দেশ্য। বক্তরা কর দিয়ে রাষ্ট্রের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য করদাতাদের প্রতি আহবান জানান।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com