ঢাকার ৫০ স্থানে মিলছে টিসিবির পণ্য
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৫
ঢাকার ৫০ স্থানে মিলছে টিসিবির পণ্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার ৫০টি স্থানে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১ মাস ৯ দিন বন্ধ থাকার পর সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে পুনরায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।তবে কমানো হয়েছে সুবিধাভোগীর সংখ্যা।


টিসিবি বলছে, ফ্যামিলি কার্ডের বাইরে থাকা সাধারণ মানুষ ২৮ মার্চ পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য পাবেন।


উচ্চমূল্যের বাজারে ক্রেতাকে স্বস্তি দিতে গত ২৪ অক্টোবর ট্রাকসেল কার্যক্রম হাতে নেয় টিসিবি। ২ মাস পর গত ৩১ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়। তবে আসছে রমজানে বাজার স্থিতিশীল রাখতে দ্বিতীয় দফায় নেওয়া হলো এ উদ্যোগ।


রাজধানীর ৫০ ও চট্টগ্রামের ২০টি স্থানে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই চলবে এ কার্যক্রম। তবে আগে প্রতি ট্রাকে ৩৫০ জনের প্যাকেজ থাকলেও এবার থাকছে ২৫০ জনের।


ডিলাররা বলছেন, আড়াইশো পণ্য বিতরণ করা জন্য দেয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বাড়িয়ে দিলে মোটামুটি কাভার করা যাবে। একজন যাতে একাধিকবার নিতে পারেন, সেই ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে।


ট্রাকসেল কার্যক্রমকে সাধুবাদ জানালেও প্যাকেজের সংখ্যা কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। রয়েছে লাইন ভাঙার চিরচেনা অভিযোগও।


তারা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পণ্য মিলছে না। অনেকে একাধিকবার লাইন ভেঙে পণ্য নিয়ে যাচ্ছে। এর উপর কমিয়ে দেয়া হয়েছে পণ্য। এতে তো লাইনে দাঁড়ানো সবাই পণ্য পাবে না।


টিসিবি জানায়, পণ্য বিক্রির আওতা বাড়াতে ঢাকা ও চট্টগ্রামে প্যাকেজের সংখ্যা কমানো হয়েছে। আগামী সপ্তাহেই বিভাগীয় শহরসহ নিম্নআয়ের জেলাগুলোতেও শুরু হবে ট্রাকসেল।


টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করছে সংস্থাটি। মূলত আসন্ন রমজান মাস উপলক্ষে ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com