
সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন হয়েছে। পাশাপাশি উভয় শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র মতে, সব কটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮০ দশমিক ৩২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ২০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৮৬ দশমিক ৪০ পয়েন্ট ও ১ হাজার ১৮৯ দশমিক ৫২ পয়েন্টে।
এদিন ডিএসইতে শেয়ার হয়েছে ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৪৬ লাখ টাকা।
এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৮টি কোম্পানির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ দশমিক ৯০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮৮০ দশমিক ২২ পয়েন্টে ও ৯ হাজার ৬২ দশমিক ৫৫ পয়েন্টে।
আর সিএসআই সূচক ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৬ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮৬ দশমিক ২২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৪০ দশমিক ৮৩ পয়েন্টে ও ১২ হাজার ৪০৭ দশমিক ১৩ পয়েন্টে।
সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪ কোটি ৭৪ লাখ টাকা।
সিএসইতে ২০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারদর।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]