চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এছাড়া আগামীতেও আঞ্চলিক এ সংস্থাটি পরিকল্পনামাফিক বাজেট সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
১৫ সেপ্টেম্বর, রবিবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারেও সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি। জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য খাতেও সহায়তা করবে সংস্থাটি। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্পে সহায়তা করবে তারা।
এদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়ার মহাপরিচালক তাকেও কোনিশির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রবিবার ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন।
এসময় মহাপরিচালক বলেন, এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার কার্যক্রম শুরু করতে সহায়তা করতে আগ্রহী। অন্তর্বর্তী সরকার অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা ত্বরান্বিত করার ফলে নীতিনির্ভর ঋণের সুযোগ রয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশকে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। আমরা শূন্য অবস্থানে আছি। সবকিছু যত দ্রুত সম্ভব করতে হবে।
উল্লেখ্য, বৈঠকে সরকারের নতুন চালু করা আর্থিক খাতের সংস্কার, কর ডেটার ডিজিটালাইজেশন, ডেটার স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]