
আগস্ট মাসের প্রথম ২০ দিনে দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় আয় পাঠানো বেড়েছে প্রবাসীদের। চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনেই দেশে আসা প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার বা ৩৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি আগস্টের ২০ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।
এ ছাড়া, গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]