
ভারত থেকে পেঁয়াজ রফতানিতে ওই দেশের সরকার রফতানি মূল্য বৃদ্ধি করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কমেছে পেঁয়াজ আমদানি।
হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৪০-৪৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো যা এখন আমদানি হচ্ছে ১-২ ট্রাক বা শূন্যের কোটায়। আর এর প্রভাব পড়ছে স্থানীয় বাজারসহ দেশের বাজারে।
বন্দরের আমদানিকারকরা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় তারা আমদানি কমিয়ে দিয়েছেন। ৪০ শতাংশ শুল্কে প্রতি কেজি পেঁয়াজে অতিরিক্ত ২৫ টাকা গুনতে হয়। ভারত ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার করলে ভারতীয় পেঁয়াজের দাম ৫০ টাকা কেজির নিচে নেমে আসবে।
শনিবার (৬ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে দেশীয় পেঁয়াজ সোভা পাচ্ছে। অন্য দিকে ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। মাত্র হাতে গোনা দুই একটা দোকানে ভারতীয় পেঁয়াজ দেখা গেছে। চার থেকে পাঁচ দিন আগে দেশীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই পেঁয়াজ কেজিতে ১০-১৫ টাকা বেড়ে ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা গৃহবধূ জেসমিন আক্তার বলেন, পেঁয়াজ হচ্ছে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস। অথচ এই পণ্যটির দাম উঠা নামা করছে। গত চার পাঁচ দিন আগে হিলি বাজারে দেশি পেঁয়াজ কিনেছি ৮০ টাকা কেজি। আর সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৯০-৯৫ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। তাই ৯০ টাকা কেজি দরে এক কেজি দেশি পেঁয়াজ কিনলাম।
হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি আলহাজ হারুন উর রশিদ হারুন বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় প্রতি কেজি পেঁয়াজে ২৫ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। এ কারণে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে। তবে স্বল্প পরিসরে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে।
তিনি বলেন, আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা। কিন্তু ভারত ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে ৬৫ টাকা। এর সঙ্গে ট্রাক ভাড়া, বাংলাদেশের কাস্টমসের শুল্কসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৭০-৭২ টাকা খরচ পড়ে । ভারত ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার করলে দেশে পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে নেমে আসবে বলে আশা করছেন তিনি।
এদিকে হিলি কাস্টম সূত্রে জানা গেছে, গত সোমবার ১ জুলাই থেকে ৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ভারতীয় ৭টি ট্রাকে ২০২ মেট্রিক টন ৪০০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে হিলি বন্দর দিয়ে।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]