টানা বৃষ্টির প্রভাবে সবজির দাম চড়া, শতক ছাড়াল পেঁয়াজ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১৬:৪১
টানা বৃষ্টির প্রভাবে সবজির দাম চড়া, শতক ছাড়াল পেঁয়াজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। দুয়েকটি সবজি ছাড়া বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। কিছু সবজির দাম আবার কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।


৫ জুলাই, শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এই চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজি কম, তাই বেশি দামেই তাদের কিনে আনতে হয়েছে।


গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে। এদিকে কাঁচা মরিচের দাম আবারও বাড়ছে। মানভেদে বাজারে কাঁচা মরিচের কেজি ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা কয়েকদিন আগেও ছিল ২০০ টাকার মধ্যে। পেঁপে গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫০ টাকা দরে, যা এ সপ্তাহে ৬০ টাকা। একইভাবে লতি ৫০ থেকে ৬০ টাকা থেকে বেড়ে ৭০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা থেকে বেড়ে ১০০ থেকে ১২০ টাকা ও বরবটি ৬০ থেকে ৭০ টাকা থেকে বেড়ে ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে।


এদিকে সবজির সঙ্গে পাল্লা দিয়ে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। এছাড়া দেশি হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকার বেশি বেড়েছে। সবজির দাম বাড়ার পেছনে টানা বৃষ্টিকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, যেসব এলাকা থেকে সবচেয়ে বেশি সবজি আসে সেই এলাকাগুলোতে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। বৃষ্টির কারণে খেতে পানি জমে সবজি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যে কারণে সবজির জোগান কমে দাম বেড়েছে।


ক্রেতারা বলেন, ফলন ভালো হলেও বাজারে দাম কমে না। তবে ব্যবসায়ীদের এসব যুক্তিকে অজুহাত বলে মনে করেন তারা । এদেশে সব কিছুরই দাম শুধু বাড়ে, বৃষ্টি, গরম বা শীত বলে কিছু নাই ।


বাজারে আসা একজন ক্রেতা লিমন বলেন, টমেটো কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আলু ৭০ টাকা, বরবটি, করলার দাম ১২০ টাকা কেজি। এ যেন মগের মুল্লুক। এত দামে সবজি কিনে খাওয়া সাধারণ ও মধ্যবিত্তদের জন্য অসাধ্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।


এছাড়া গত সপ্তাহের মতো প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। তবে বাজারে ব্রয়লার মুরগির দাম তুলনামূলক অনেকটাই স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে। সোনালি জাতের মুরগির কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় কেনা যাচ্ছে। গরুর মাংসের কেজি কোথাও ৭৫০ কোথাও ৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া চাল, ডাল, ভোজ্যতেল ও চিনির মতো নিত্যপণ্যগুলো আগের চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে।


মুদি পণ্য কিনতে আসা ক্রেতারা বলেন,ইদানীং বাজারে এলে পকেট খালি হয়ে যায় কিন্তু সব কিছু কেনা হয় না। আমাদের মতো নিম্ন আয়ের মানুষরা মাছ-মাংস আগের তুলোনায় কম কিনতে বাধ্য হচ্ছে।


বির্বাতা/এমআই/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com