
‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বুধবার (১৭ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ওইদিন উপজেলার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
ইতোমধ্যে মুজিবনগরের সব তফসিলি ব্যাংকে তা পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপশাখা ১৭ এপ্রিল (বুধবার) বন্ধ থাকবে। সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের সব শাখা যথারীতি চালু থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]