বাড়ছে নীতি সুদহার, কমবে বিনিয়োগ ও কর্মসংস্থান
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:২০
বাড়ছে নীতি সুদহার, কমবে বিনিয়োগ ও কর্মসংস্থান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বা রেপো রেট এক লাফে দশমিক ৫০ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে তহবিল ব্যয় বাড়বে বাণিজ্যিক ব্যাংকগুলোর।


ব্যাংকাররা মনে করছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এই উদ্যোগ ভালো হবে না। কারণ, ঋণের সুদহার বেড়ে গেলে কমবে বিনিয়োগ ও কর্মসংস্থান।


দেশের মানুষের কাছে দীর্ঘদিন ধরেই আতঙ্কের নাম মূল্যস্ফীতি। প্রায় ২ বছর ধরে যা ১০ শতাংশের কাছাকাছি। এটি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে পরিবর্তন, সুদহারের বদলসহ বেশকিছু উদ্যোগও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু কাজের কাজ হয়নি কিছুতেই।


এমন অবস্থায় ডিসেম্বরের মধ্যেই এই হার ৮ শতাংশের ঘরে আনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেটা বাস্তবায়নে সুদহার বা রেপো রেট এক লাফে বাড়ানো হয়েছে দশমিক ৫০ শতাংশ। এর মানে হলো, চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো যে অর্থ ধার করবে, বাড়বে সেই খরচ। যার প্রভাব পড়বে ঋণ ও আমানতেও।


বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান বলেন, অপ্রয়োজনীয় খরচ যাতে কমে যায়, সেই জিনিসটাকে নিশ্চিত করার জন্য নীতি সুদহার বাড়ানো হয়েছে। আশা করি, মূল্যস্ফীতি কমাতে এটা কাজে দেবে।


ব্যাংক নির্বাহীরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে কঠিন হবে ব্যবসা চালানো। কারণ, তহবিলের ব্যয় বাড়লে চাপে পড়বেন ঋণগ্রহীতারা। ফলে কমে আসতে পারে বিনিয়োগ ও কর্মসংস্থান।


প্রসঙ্গত, তারল্য সংকট কাটাতে আমানতের সুদহার বাড়িয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এছাড়া প্রতিদিন গড়ে নগদ ১৫ হাজার কোটি টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com