চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পেল নতুন দুই পরিচালক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:০১
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পেল নতুন দুই পরিচালক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের ভোটের মাধ্যমে নতুন দুজন পরিচালক নির্বাচিত করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই।


এতে বলা হয়, ২৮তম বার্ষিক সাধারণ সভায় সিএসইর দুটি শেয়ারহোল্ডার পরিচালক পদের জন্য আয়োজিত নির্বাচনে শেয়ারহোল্ডাররা ভোট দেন। ভোটে পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী এবং বি.কে. ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও মেজর (অব.) এমদাদুল ইসলাম সিএসইর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রামে অবস্থিত সিএসইর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।
এছাড়া সভায় শেয়ারহোল্ডাররা ২০২২-২০২৩ অর্থবছরের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার জন্য অনুমোদন দিয়েছেন।
বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালক আব্দুল হালিম চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মাদ নকিব উদ্দিন খান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক ও কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com