রপ্তানিতে নগদ সহায়তা পাবে ৪৩ পণ্য
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১৭:৫৬
রপ্তানিতে নগদ সহায়তা পাবে ৪৩ পণ্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৪৩টি পণ্য ও খাত‌কে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হ‌বে। গত অর্থবছরের মতো এবছরও ১ শতাংশ থেকে স‌র্বোচ্চ ২০ শতাংশ হারে এ নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা।


২৪ আগস্ট, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।


সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পা‌বে। গতবারও এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছিল।


নগদ সহায়তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের ন্যায় চলতি অর্থবছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে এই সার্কুলার জারি করা হয়েছে।


রপ্তানিকারকরা বলছেন, চলমান পরিস্থিতিতে ঘোষিত নগদ সহায়তা রপ্তানি বাণিজ্য প্রসারে সহায়তা করবে। এ প্র‌ণোদনা ডলার সংকট কাটা‌তে সহায়তা কর‌বে। পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে স্বস্তি আসবে। এছাড়া রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংকট কটিয়ে ঘু‌রে দাঁড়া‌তে পারবে।


বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com