শিরোনাম
ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১৭৫০ টাকা
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ২১:১৬
ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১৭৫০ টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১০ দিনের ব্যবধানে দেশের বাজারে ভরি প্রতি স্বর্ণের ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ৯৮ হাজার ৪৪৪ টাকা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নতুন এই দাম কার্যকর হবে।


৭ জুন, বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৮ জুন) থেকে কার্যকর করা হবে।


নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ৫৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৬৭ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com