
পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও রাজধানীর খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়েনি। যদিও পাইকারী ব্যবসায়ীরা বলছেন শিগগিরই খুচরা বাজারেও কমবে পেঁয়াজের দাম।
৬ জুন, মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঘুরে এমন তথ্য জানা গেছে।
এর আগে, দাম বাড়ার প্রেক্ষিতে দীর্ঘ আড়াই মাস পর সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। এদিন থেকে দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে।
মূলত, সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। আমদানি ঘোষণা দেওয়ার এক দিনের ব্যবধানে কারওয়ান বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত।
কারওয়ান বাজারের পাইকারী ব্যবসায়ী সাইফুল আলম বাংলানিউজকে বলেন, আমদানির ঘোষণায় আমাদের লোকসান হবে। গুদামজাত পেঁয়াজ আমরা কিনেছি বেশি দামে, এখন কম দাম বিক্রি করতে হচ্ছে। গত পরশুও ৯০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি করেছি, আজ বিক্রি করেছি ৬০ টাকা দরে।
তবে খুচরা বাজারে এখনো পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, শিগগিরই খুচরা বাজারেও কমবে। পাড়া মহল্লার মুদি দোকানে আজও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা কেজি দরে। খুচরো বিক্রেতারা জানিয়েছেন তারা আগের দামে পেঁয়াজ কিনেছেন।
নিকেতন বাজার গেট এলাকার খুচরা ব্যবসায়ী হাশেম মোল্লা বাংলানিউজকে বলেন, আমরা আগের দামেই কিনেছি, তাই কম দামে বিক্রি করতে পারছি না। নতুন করে কিনলে দাম কমবে।
প্রাপ্ত তথ্যমতে, সোমবার থেকে দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে মঙ্গলবার (৬ জুন) পর্যন্ত ১ হাজার ২৮৮ টন আমদানিকৃত পেঁয়াজ দেশে এসেছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]