মোংলা বন্দর দিয়ে পোল্যান্ডে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৫:৫৬
মোংলা বন্দর দিয়ে পোল্যান্ডে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে ২০২২ সালের ২৭ জুলাই। এরই ধারাবাহিকতায় এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে যা আগে কখনো হয়নি।


মঙ্গলবার (৬ মে) ঢাকার ফকির নিটওয়ার লিঃ, এপেক্স লিংগারি লিঃ, এপেক্স স্পিনিং লিঃ, নিট কনসার্ন লিঃ, ফ্লামিংগো ফ্যাশান লিঃ,অনন্ত গার্মেন্টস লিঃ, লিবার্টি নিটওয়ার লিঃ,এ কে এম নিটওয়ার লিঃ, স্টালিং ডেনিমস লিঃ, স্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০ টি গার্মেন্টস ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যন্ড, লেগিংস , ট্রাওজার, সহ বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যাবে সিঙ্গাপুরের পতাকা বাহী এম ভি মার্কস কিনজহো' বিদেশি জাহাজ।


আগামী (২২ জুন) 'এম ভি মার্কস মোংলা' নামে আরও একটি জাহাজে করে একই ধরনের রেডিমেইড গার্মেন্টস পণ্য রপ্তানি হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।


মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জামন জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার।


এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হওয়ায় একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে ও অর্থ সাশ্রয় হওয়ার কারণে ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করায় আগ্রহী হচ্ছে।


বিবার্তা/রানা/জাহিদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com