নিম্নতম মজুরি বোর্ডের সভা সিদ্ধান্ত ছাড়া শেষ হওয়ায় ক্ষোভ
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৮:২২
নিম্নতম মজুরি বোর্ডের সভা সিদ্ধান্ত ছাড়া শেষ হওয়ায় ক্ষোভ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিম্নতম মজুরি বোর্ডের সভা সিদ্ধান্ত ছাড়া শেষ হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ২৪মে, বুধবার পোশাক শিল্প শ্রমিকদের মজুরী বৃদ্ধির বিষয়ে সভা করে নিম্নতম মজুরী বোর্ড। নিম্নতম মজুরি বোর্ডের এ সভা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।


২৪ মে, বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবলু এ ক্ষোভ প্রকাশ করেন।


তিনি বলেন, আমরা আশা করেছিলাম বর্তমান বাজার মূল্য চুলচেরা বিশ্লেষণ করে নিম্নতম মজুরী বোর্ড আন্তরিকতার সাথে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য একটি ন্যায্য মজুরী নির্ধারণ করবেন। কিন্তু সভা শেষে কোন সিদ্ধান্তে তারা উপনীত হতে পারেনি। তারা কালক্ষেপনের কৌশল অবলম্বন করছে বলে আমরা মনে করি। তাদের এহেন আচরণে সারাদেশে শ্রমিক সমাজ হতাশ এবং ক্ষুব্ধ।


তিনি আরও বলেন, আমরা পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৬৫% মূল বেতন ধরে মোট বেতন ২২ হাজার টাকা এবং বাৎসরিক ১০% হারে বেতন বৃদ্ধি করা অথবা ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর ন্যায় সিদ্ধান্ত নেওয়া দাবি জানাই।


দীর্ঘদিন যাবত গার্মেন্টস সেক্টরের শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছে। দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে এ সেক্টরের শ্রমিকরা হতাশ হয়ে পড়বেন এবং তাদের প্রতিবাদ তীব্র আকার ধারণ করতে পারে। ফলে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই বিষয়টি অতি গুরুত্বের সাথে জরুরি ভিত্তিতে সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবলু।


বিবার্তা/সউদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com