ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ কোটি টাকার লিচু উৎপাদনের আশা
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১২:৫৩
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ কোটি টাকার লিচু উৎপাদনের আশা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে লিচুর আবাদ। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশী জমিতে লিচুর আবাদ হয়েছে। প্রচন্ড গরমে ফল ঝরে পরা রোধ করতে বাগান পরিচর্যায় ব্যস্ত লিচু চাষীরা।


কৃষি বিভাগ জানিয়েছে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে চাষীদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ও কারীগরি সহযোগীতা । বাগানের অবস্থা ভাল থাকায় এবছর জেলায় প্রায় ২৭শ ৮০ মেট্রিকটন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।


২০২১-২০২২ আবাদ মৌসুমে জেলায় ৫৪৭ হেক্টর জমিতে লিচুর আবাদ হলেও ২০২২-২০২৩ সালে অতিরিক্ত ২০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।


জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলায় ছোট-বড় মিলিয়ে সহস্রাধিক লিচু বাগান রয়েছে। এর মধ্যে বিজয়নগরের সিঙ্গারবিল, বিষ্ণুপুর, ও পাহাড়পুর ইউনিয়নে বাগানের সংখ্যা সবচেয়ে বেশী। এসব বাগানের থোকায় থোকায় শোভা পাচ্ছে বাহারি জাতের লিচু। ইতোমধ্যে ফলনের উপর নির্ভর করে পাইকাররা চাষীদের কাছ থেকে এসব বাগানের লিচু কিনে নিয়েছেন।


বাগানের আকারের উপর ভিত্তিকরে ছোট-বড় বিভিন্ন বাগানের লিচু ১০ হাজার টাকা থেকে শুরু করে ৪/৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। ২/৩ বার হাত বদলের পর এসব লিচু পৌঁছবে ভোক্তাদের কাছে। সহজ চাষাবাদ পদ্ধতির সাথে লাভবান হওয়ায় প্রতি বছর লিচু চাষীর সংখ্যা বাড়ছে।


কৃষি বিভাগ আরোও জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ৫৬৭ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। যা থেকে উৎপাদন হবে ২ হাজার ৭৪৭ মেট্রিক টন লিচু। চাষীরা জানিয়েছেন, সার্বিক উৎপাদন ভাল হলেও যথা সময়ে বৃষ্টি না হওয়ায় লিচুর আকার কিছুটা ছোট। ইতিমধ্যে পাটনাই জাতের লিচু বাজারজাত শুরু হয়েছে। এখন চলছে বোম্বাই, চায়না-৩ ও এলাচি জাতের লিচু সংগ্রহের প্রস্তুতি। আর মাত্র ২ সপ্তাহ পরেই এসব লিচুর বাজারজাত শুরু হবে বলে আশা করছেন তারা ।


বাজারজাতকরণে বিরত থাকার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি মাঠে ফলনের অবস্থা ভাল উল্লেখ করে কৃষি বিভাগের উপ পরিচালক ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুশান্ত সাহা জানান, চলতি মৌসুমে জেলায় ২৫ কোটি টাকার লিচু উৎপাদিত হবে।


আবাদ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছললতা ফিরবে কৃষক পরিবারে এমনটাই প্রত্যাশা ।


বিবার্তা/ নিয়ামুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com