
দু-এক দিনের মধ্যে চিনির দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরও যারা বেশি দামে চিনি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
মঙ্গলবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দাম আর বাড়বে না। আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সব রকম ক্রাইটেরিয়া সম্পন্ন করে দাম নির্ধারণ করেছে। আমরা যে দাম ঠিক করেছি, তার চেয়েও বেশি দামে বাজারে চিনি বিক্রি হচ্ছে, সেটা আমরা জানি। ভোক্তা অধিকার ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, যাতে যারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
পেঁয়াজের দাম বাড়ছে, এই ক্ষেত্রে আমদানির কোনও পরিকল্পনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, পেঁয়াজ আমদানিতে কোনও বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা আমদানির অনুমতি দেয়। তারা এত দিন ধরে সেটা বন্ধ রেখেছিল। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনও বাধা নেই।
তিনি আরও বলেন, তারা (কৃষি মন্ত্রণালয়) চেয়েছিল যে আমাদের দেশের কৃষকরা যেন ন্যায্য দাম পান। গতকাল আমি শুনেছি, আজ বা কালকের মধ্যে যদি পেঁয়াজের দাম না কমে, তাহলে তারা পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দেবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]