
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষিত ২ কোটি টাকার চেক হস্তান্তর করা হবে আজ সোমবার। বিকেল ৩টায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই চেক হস্তান্তর করবেন বলে জানান ঢাদসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
করপোরেশনের নিজস্ব তহবিল থেকে অনুদান হিসেবে এ টাকা দেয়া হবে।
গত ১২ এপ্রিল বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্বোধনী আয়োজনে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এ টাকা দেয়ার ঘোষণা দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, এই পুনর্বাসনে সহযোগিতা ছাড়াও আমরা আর্থিকভাবে মানবিক সহায়তা দেব। মঙ্গলবার ( ১১ এপ্রিল) আমরা করপোরেশনের সভায় সিদ্ধান্ত নিয়েছি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে গঠিত তহবিলে করপোরেশন দুই কোটি টাকা অনুদান দেবে।
বিবার্তা/সানজিদা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]