বেকার যুবক ও মহিলাদেরকে ব্যবসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থদান
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ১৬:০৬
বেকার যুবক ও মহিলাদেরকে ব্যবসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থদান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১২ আসনের মোট ৩১ জন বেকার ও সম্ভাবনাময়ী যুবক ও মহিলাদেরকে ব্যবসার জন্য নিজস্ব তহবিল হতে মূলধন প্রদান করেন।


১৫ এপ্রিল, শনিবার ঢাকার মনিপুরীপাড়ার নিজ বাসভবনে এ অর্থ প্রদান করেন তিনি।


সুবিধাভোগীরা হলেন ক্ষুদ্র ব্যবসায়ী, পান, টং দোকান, শাড়ি কাপড়ের ব্যবসায়ী, রিক্সা-ভ্যান চালক ও বিভিন্ন ক্ষুদ্র মূলধনের ব্যবসায়ী। সুবিধাভোগীদের সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।


অনুদানের টাকা বিতরণকালে মাননীয় মন্ত্রী বলেন,‘কর্মসংস্থানের প্রয়াস’ হল আমার ব্যক্তিগত একটি ক্ষুদ্র প্রচেষ্টা যার মাধ্যমে আজকে ৩১ জনকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের ব্যাবসার প্রয়োজন অনুযায়ী মূলধন প্রদান করলাম। এবং এই ৩১ জনকে সময়ে সময়ে তাদের ব্যাবসার উত্তরণ পর্যালোচনা করা হবে। আমরা চাই প্রত্যেকে নিজ নিজ কর্মের মাধ্যমে স্বাবলম্বী হোক।


এর আগে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে ব্যবসায়িক মূলধন প্রদান করে তাদেরকে সফল হতে দেখে অনুপ্রাণিত হই।


আজকের গ্রহীতারা যেন স্বাবলম্বী ও সফল হতে পারে আমাদের সে চেষ্টা থাকবে। তাহলে কর্মসংস্থানের প্রয়াস কে আমরা আরো অনেক দূর এগিয়ে নিতে পারবো বলেো মন্তব্য করেন তিনি।


বিবার্তা/সানজিদা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com