
রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ৭৫০ টাকা থাকলেও আজ সেটি বেড়ে ৮০০ টাকা হয়ে গেছে। আসন্ন ঈদুল ফিতরের কারণে এ মূল্যবৃদ্ধি হয়েছে মনে মনে করছেন মাংস বিক্রেতারা। তারা বলছেন, আসন্ন ঈদুল ফিতরের কারণে গরুর দাম বেড়েছে। বেশি দামে গরু কিনতে হচ্ছে বলে বাধ্য হয়ে তারা মাংসের দাম বাড়িয়েছেন।
তবে, দর কষাকষি করে ১০/২০ টাকা কমানো যাচ্ছে গরুর মাংসের দাম। এদিকে, খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকায়। আর বকরির মাংসের প্রতি কেজি পাওয়া যাচ্ছে এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকায়।
মাংসের মতোই মাছের বাজারেও মূল্যবৃদ্ধি অব্যাহত আছে। আগের মতোই বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ। এর পাশাপাশি প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকার মধ্যে।
বিবার্তা/নিলয়/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]