
টিসিবির মাধ্যমে স্বল্পদামে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রির জন্য ৮ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। এ লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মসুর ডাল কেনার প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি টাকা।
২৩ মার্চ, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।
অতিরিক্ত সচিব জানান, সরকার ভারতীয় কোম্পানি উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে। এতে মোট খরচ হবে ৭২ কোটি ৯১ লাখ টাকা। লোকাল এজেন্ট হিসেবে ফিউচার ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড ঢাকা মসুর ডাল সরবরাহ করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এই প্রস্তাবটিতে কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/রিয়াদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]