
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে সামান্য। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
২১ মার্চ, মঙ্গলবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগের ডিএসইতে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২০ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বেড়েছে যেসব কোম্পানির: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৮ টির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। এর আগের কর্মদিবসে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৩ টাকা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪৭ টাকা ৩০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশনের ৮.১৮ শতাংশ, হাক্কানি পাল্পের ৬.৮০, মেট্রো স্পিনিংয়ের ৬.৫৫, ইউনিয়ন ক্যাপিটালের ৬.৪১, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫.৬১, ইনট্রাকোর ৫.১১, শাইনপুকুর সিরামিকসের ৪.৪৮, ইস্টার্ন হাউজিংয়ের ৪.২১ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৪.১৭ শতাংশ দর বেড়েছে।
দর কমেছে যেসব কোম্পানির: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬ টির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রেনউইক যজ্ঞেশ্বরের। এর আগের কর্মদিবসে রেনউইক যজ্ঞেশ্বরের ক্লোজিং দর ছিল ৭৬৫ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫০ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৭০ পয়সা বা ২.০৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ব্যাক এশিয়ার ০.৯৭ শতাংশ, আরডি ফুডের ০.৯২, যমুনা অয়েলের ০.৭১, সোনার বাংলা ইন্সুরেন্সের ০.৬৬,পিওনির ইন্সুরেন্সের ০.৫৫, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ০.৫৪, এডিএন টেলিকমের ০.৫২, রূপালী ইন্সুরেন্সের ০.৩৮ এবং আনলিমায়ার্ন ডেয়িং লিমিটেডের ০.৩১ শতাংশ দর কমেছে।
লেনদেনে এগিয়ে যেসব কোম্পানি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল হোটেল। আজ কোম্পানিটির ৩০ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকার। ২০ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে শাইনপুকুর সিরামিকস লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, সোনালী পেপার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]