
বাংলাদেশে কার্যক্রম শুরু করার চার বছরের মধ্যে ব্যবসা গুটিয়ে নিলো ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। মঙ্গলবার শেয়ার হোল্ডারদের সঙ্গে এক বৈঠকে পর সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় মাহিন্দ্রার বাংলাদেশি ইউনিট।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, ২০২২ সালের ৩১ মে থেকে মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) আয় হয়েছে ৩ দশমিক ১৮ কোটি রুপি, যা মুম্বাইভিত্তিক মূল কোম্পানির আয়ের দশমিক ০.০১ শতাংশ।
এমবিপিএলের শেয়ার হোল্ডাররা বাংলাদেশে কার্যক্রম গুটিয়ে নিতে গত বছরের ১৪ মার্চ একটি রেজুলেশন পাস করে। এরপর থেকে আর কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেনি তারা।
বিভিন্ন রকমের গাড়ি ও কৃষি প্রযুক্তি তৈরির পাশাপাশি গবেষণা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল মাহিন্দ্রা।
৩১ মে ২০২২ থেকে মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের আয় ছিল শূন্য।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]