স্বপ্ন থেকে কেনা যাবে আড়াইশ গ্রাম মাংস
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১৫:৫৬
স্বপ্ন থেকে কেনা যাবে আড়াইশ গ্রাম মাংস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিম্নবিত্ত মানুষ চড়া দামের কারণে ইচ্ছে অনুযায়ী গরুর মাংস কিনতে পারছেন না। তাই ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম পরিমাণ গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।


এ বিষয়ে স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গ্রাহকদের কথা সব সময় চিন্তা করে স্বপ্ন। তাই এমন পরিস্থিতিতে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম পরিমাণ গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ‘স্বপ্ন’। যেসব আউটলেটে স্বপ্ন’র গরুর মাংস বিক্রি হয় সেসব আউটলেটে এখন থেকে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম পরিমাণ (২৫০, ২০০, ১০০ গ্রাম, ৫০ গ্রাম) গরুর মাংস যেকোনো ক্রেতা কিনতে পারবেন। নিম্নআয়ের মানুষের গরুর মাংস কিনতে এসে এখন আর ফিরে যেতে হবে না।


উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারতে টুকরা হিসেবে মাছ-মাংস বিক্রি হয় অনেক আগে থেকেই। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলেও একইভাবে বিক্রি হয়। তবে এখানো বাংলাদেশের অনেক জায়গায় এর প্রচার নেই। অনেকে বলতেও লজ্জা পান। বিশেষ করে নিম্নআয়ের মানুষরা সরাসরি বলতে পারেন না। তাই ক্রেতাদের সুবিধার্থে এমন ব্যবস্থা করল দেশের অন্যতম সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com