আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ২৩:০৮
আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য ওয়েবপোর্টালে আপলোডের ৫ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে। এমনই এক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


রবিবার, ৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।


সার্কুলারে বলা হয়েছে, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমে (আইএসএস) রিপোর্টিং নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েব পোর্টালে আইএসএস রিপোর্ট আপলোডের পরবর্তী ৫ দিনের মধ্যে ব্যাংকগুলোকে শাখার হালনাগাদ তথ্য ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দাখিল করতে হবে।


এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com