শিরোনাম
মোংলায় বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে বন্দরে এম,ভি হাইডং জাহাজ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ১৪:৪৭
মোংলায় বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে বন্দরে এম,ভি হাইডং জাহাজ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে আসা বিদেশি  জাহাজ এম,ভি হাইডং মোংলা বন্দরে ভিড়েছে। রবিবার ৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি।


মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, গত ২৪ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে ছেড়ে আসে ভিয়েতনাম পতাকাবাহী জাহাজ এম,ভি হাইডং। এরপর রবিবার বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এ জাহাজটিতে ১৭১ প্যাকেজের ১৫৫৬ মেট্টিক টন স্টেকচার পণ্য রয়েছে।


স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শীপ কোম্পানি লিঃ এর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বেলা সাড়ে ১১টায় ভিড়া জাহাজটি হতে দুপুর ২টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে। এরপর নদী পথে খালাসকৃত এ পণ্য নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে। তিনি বলেন, এখন মূলত আসছে রেলওয়ে সেতুর মুল স্টেকচারের মালামাল। ভিয়েতনামের জাহাজ হাইডং পণ্য খালাস শেষে ৭ মার্চ মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।  


বিবার্তা/জাহিদ/জবা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com