সূচকের সামান্য পতনে কমল লেনদেন
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ১৬:৫১
সূচকের সামান্য পতনে কমল লেনদেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদবিসে মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এত করে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।


২ মার্চ, বৃহস্পতিবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে ৪২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ২৪ কোটি ৬৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৬ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দর বেড়েছে যেসব কোম্পানির : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩ টি কোম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকমের। এর আগের কর্মদিবসে এডিএন টেলিকমের ক্লোজিং দর ছিল ১২৮ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৪১ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো : বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৯.৮৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৮.৭৫, জেমিনি সি ফুডের ৫.৪৬, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৫.০৩, আমরা নেটওয়ার্কসের ৪.৮০, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৬১, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪.১৪, আলহাজ টেক্সটাইলের ৩.৮৬ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৩.৮০ শতাংশ দর বেড়েছে।


দর কমেছে যেসব কোম্পানির : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৮ টি কোম্পানির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের। এর আগের কর্মদবিসে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ক্লোজিং দর ছিল ৬ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৬৭ শতাংশ কমেছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো : ইউনিয়ন ক্যাপিটালের ৯.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.১০, ইসলামি কমার্সিয়াল ইন্সুরেন্সের ৭.০১, উসমানিয়া গ্লাস শিটের ৬.১৬, মুন্নু এগ্রোর ৫.৭৩, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৫.১৭, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪.৩৯, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৪.০৪ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩.৮৪ শতাংশ দর কমেছে।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com