পোশাক রফতানিতে বাংলাদেশকে ছাড়িয়ে শীর্ষে চীন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৭
পোশাক রফতানিতে বাংলাদেশকে ছাড়িয়ে শীর্ষে চীন
প্রিন্ট অ-অ+

গেল বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ইউরোপের বাজারে মোট ৯ হাজার ৫১৭ কোটি ১৬ লাখ ৭০ হাজার ডলার পরিমাণ পণ্য রফতানি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ইউরোপের বাজারে রফতানি হয়েছে ২১১৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ইউএস ডলার।


অন্যদিকে চীন রফতানি করেছে ২ হাজার ৭৯৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ডলার। ফলে ইউরোপের বাজারে পোশাক রফতানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। তারমানে বাংলাদেশ তৈরি পোশাক রফতানিতে এখন দ্বিতীয় অবস্থানে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।


তথ্য বলছে, এর আগের বছর (২০২২) জানুয়ারি থেকে নভেম্বর সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে ৯৫ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। যা আগের বছরের একই সময়ে ছিল ৭৭ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। বা শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৩৯ শতাংশ।


একই সময়ে ইইউ বাংলাদেশ থেকে ২১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। কারণ বাংলাদেশ ইইউ এর জন্য পোশাক আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস। ২০২১ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৩৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। ২০২১ সালের একই সময়ে ছিল ১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার যার পরিমাণ ১ হাজার ৫৩০ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ইউএস ডলার।


অন্যদিকে চীন ২৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার নিয়ে ইইউ’তে সর্ববৃহৎ পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম এগারো মাসে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ২৭ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থাৎ আগে বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ২৯শতাংশ ।


একই সময়ে তুরস্ক থেকে আমদানিও পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১দশমিক ৫৬শতাংশ বেড়েছে। তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ১১ দশমিক ০৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত থেকেও আমদানি ৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গেল বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৫২ শতাংশ।


অন্যান্য শীর্ষ সরবরাহকারী দেশ হলো: কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি যথাক্রমে ৩৫ দশমিক ৮৯ শতাংশ, ৩৪ দশমিক ১৬ শতাংশ, ২৭ দশমিক ৯৯ শতাংশ, ৮ দশমিক ১৩ শতাংশ ১৭ দশমিক ৩২ শতাংশ এবং ২৭ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com