আগামীতে রানার ইলেক্ট্রিক থ্রি হুইলার নিয়ে কাজ করবে : সালমান এফ রহমান
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৪
আগামীতে রানার ইলেক্ট্রিক থ্রি হুইলার নিয়ে কাজ করবে : সালমান এফ রহমান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় ৭০ শতাংশ দেশি পণ্যে সিএনজি অটোরিকশা উৎপাদনের জন্য থ্রি হুইলার ম্যানুফেকচারিং কারখানার উদ্বোধন করা হয়েছে।


শনিবার (১১ ফেব্রুয়ারি) রানার গ্রুপের এ কারখানার উদ্বোধন করা হয়।


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।


সালমান এফ রহমান বলেন, ‘১৪ বছরে বাংলাদেশ যথেষ্ট এগিয়েছে। ডিজিটাল থেকে আমরা স্মার্টের দিকে যাচ্ছি। এখন বাংলাদেশে বাজাজ তাদের রোবটিক টেকনোলজি ব্যবহার করেছে। আগামীতে রানার বাংলাদেশে ইলেক্ট্রিক থ্রি হুইলার নিয়ে কাজ করবে।’


ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘রফতানির জন্য আমাদের নীতি সহায়তা বাড়াতে হবে। লাইন ইঞ্জিনিয়ারিং এগিয়ে আসতে হবে। এইচএসবি তাদের জরিপে বলেছে যে আগামীতে বাংলাদেশ হবে বিশ্বের নবম বৃহৎ বাজার। ব্যাকওয়ার্ড লিংকেজগুলো কাজে লাগাতে হবে।’


রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘বাংলাদেশ মোটরসাইকেলের পর প্রথম থ্রি হুইলার উৎপাদন করতে যাচ্ছে। ভারত থেকে চার শ’ দক্ষকর্মী কারখানাটিতে মেশিন স্থাপনে সহযোগিতা করেছে। থ্রি হুইলার সাধারণ মানুষের বাহন। উত্তরা মোটরের সাথে চুক্তির মাধ্যমে আমরা এক সাথে কাজ করছি এবং করবো। বাংলাদেশ থেকে অটোমোবাইল রফতানি করার সম্ভাবনা অনেক। ওই আশা নিয়ে আমরা ‘মেড ইন বাংলাদেশ’ বিশ্বে ছড়িয়ে দিতে পারবো।’


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাইফুজ্জামান শিখর এমপি, কাজিম উদ্দিন আহম্মেদ এমপি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) চেয়ারম্যান ও সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বাজাজ অটো লিমিটেড ইন্ডিয়া প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস কে এস গৃহপতি, রানারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুবীর চৌধুরী ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।


বিবার্তা/সাজ্জাদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com