শিরোনাম
বিশ্ব অর্থনীতি নিয়ে সুখবর আইএমএফের
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৯
বিশ্ব অর্থনীতি নিয়ে সুখবর আইএমএফের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দার কথা বলেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৷ তবে সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, যে কোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে। এদিকে ইউক্রেন যুদ্ধ, ভবিষ্যতে চীনে আবারও করোনা সংক্রমণের সম্ভাবনা এবং উচ্চ সুদ হারের কারণে ঋণে জর্জরিত দেশগুলোতে সংকট তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতি এখনও গুরুতর ঝুঁকির মুখে আছে।


সোমবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে আইএমএফ বলেছে, আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে। ২০২৩ সালে বৈশ্বিক মুদ্রাস্ফীতি কমে ৬.৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে সেটা ৪.৩ শতাংশ হতে পারে। আইএমএফ তথ্যমতে, ২০২২ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমেছিল ৩.৪ শতাংশ। ২০২৩ সালে সেই হার কমে ২.৯ শতাংশ হবে। আর ২০২৪ সালে সেটা ৩.১ শতাংশ বাড়বে।


সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে গোরাঁশা বলেন, মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করায় বৈশ্বিক অবস্থার উন্নতি হয়েছে। টেকসই প্রবৃদ্ধি, স্থিতিশীল মূল্য এবং সবার জন্য অগ্রগতিসহ ভালো অবস্থায় ফেরার প্রক্রিয়া কেবলমাত্র শুরু হয়েছে। যুক্তরাজ্যের অর্থনীতি ২০২৩ সালে ০.৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে বলে গত অক্টোবরে আইএমএফ জানালেও সোমবার তারা বলেছে, দেশটির অর্থনীতি এ বছর ০.৬ শতাংশ সংকুচিত হবে।


বিবার্তা/এমএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com