চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে আনা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ: গভর্নর
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:১৬
চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে আনা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ: গভর্নর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে আনা এই সময়ে অর্থনীতির জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।


১ ডিসেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনে এই তথ্য জানান গভর্নর।


কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ওভার ইনভয়েসিং রোধে সব ধরনের এলসি পরীক্ষা করে দেখা হচ্ছে। বিলাসী পণ্যের দাম কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এসব বাণিজ্যের দায় মেটানো হচ্ছে হুন্ডির মাধ্যমে।


অনুষ্ঠানে কর-জিডিপির অনুপাত কম এই তথ্য উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম মান্নান বলেন, কর-জিডিপি অনুপাত আসলেই কী এত মন্দ? এ সময়ে এত প্রবৃদ্ধি তাহলে কিসের ভিত্তিতে হলো?


এম এ মান্নান জানিয়েছেন, সেপ্টেম্বর-অক্টোবরে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমছে। জনজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন মন্ত্রী।


বিবার্তা/রিয়াদ/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com