
অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকাল থেকে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই বন্দরের সব কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
বিবার্তা/রব্বানী/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]