শিরোনাম
‘রমজানে টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার’
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৫
‘রমজানে টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন রমজানে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেন, রমজানে টিসিবি এবং ওএমএস-এর মাধ্যমে এক কোটি পরিবারকে সহযোগিতা দেয়া হবে। আমাদের প্ল্যান ছিলো ৫০ লাখ মানুষকে টিসিবির মাধ্যমে সুবিধা দেয়া। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।


বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্চ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আন্তর্জাতিক বাজারের দিকে দৃষ্টি রাখছি। সেখানকার মার্কেট প্রাইসের ওপর নির্ভর করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। আন্তর্জাতিক মার্কেটে যে জিনিসের দাম বেড়ে যায় দেশের মার্কেটে তার প্রভাব পড়ে। কেননা ইমর্পোট রানওয়ে, ফ্রি মার্কেট ইকোনমিতে এটা তো হবেই। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি যাতে টিসিবি এবং ওএমএসের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, চিনি, তেল- এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি।


নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম একবার বাড়লে আর কমে না- এ ক্ষেত্রে আপনাদের করণীয় কী? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেমন তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে বলেই বাড়ছে। পেঁয়াজের দাম ২০০ টাকা উঠেছিলো, গত সপ্তাহে কৃষিমন্ত্রী আমাকে বলেছিলেন ‘টিপু ভাই ২৫ টাকা পেঁয়াজ বিক্রি করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে’, এতএব কমছে না তা কিন্তু না। সাপ্লাই এবং ডিমান্ড- এই দুইয়ের সঙ্গে ব্যালেন্স করে দাম বাড়বে। তবে তেল চিনি এবং ডাল আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত। যেহেতু আমাদের ৯৯ ভাগ নির্ভর করতে হয় বাইরের দেশের উপরে।


টিপু মুনশী বলেন, যেহেতু বাহিরে দাম বাড়ার কারণে আমাদের দেশে ব্যবসায়ীরা সেইভাবে ব্যবসা করে; আমাদের দায়িত্ব হলো যেখানে সমস্যা সেখানে ভর্তুকী দিয়ে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ করার চেষ্টা করা।


এসময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাকের চেয়ারম্যান হেদায়তুল্লাহ রণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আশিক

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com