শিরোনাম
লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রকাশ : ০২ মার্চ ২০২১, ১০:৪৪
লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৯৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার (১ মার্চ) কোম্পানিটি মোট ১ কোটি ২০ লাখ ৯০ হাজার শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিএটিবিসি লিমিটেড। কোম্পানিটির ৪ লাখ ৭ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৬৩ লাখ টাকা।


রবি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯২ লাখ ৬ হাজার ১৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৩১ লাখ টাকা।


লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, জিবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com