শিরোনাম
ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার বেশি লেনদেন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২১, ২১:০৭
ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার বেশি লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (২৭ জানুয়ারি) ৬৫ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, ব্লক মার্কেটে স্কয়ার ফার্মার ১৬ কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো। কোম্পানির ১৫ কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১৫ কোটি ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে বেক্সিমকো ফার্মা ব্লক মার্কেটে তৃতীয় স্থানে রয়েছে।


ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯৯ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ১০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৯ লাখ টাকার, বিকন ফার্মার ২০ লাখ ৪৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১০ কোটি ৫০ লাখ টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৭ লাখ ৩১ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৪৪ লাখ ১২ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৪১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ৪৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১০ লাখ ৯০ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৭ লাখ ৪৯ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ টাকার।


ম্যাকসন্স স্পিনিংয়ের ১৪ লাখ ৩০ হাজার টাকার, মেরিকোর ২১ লাখ ৫৮ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ ৪০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২২ লাখ ৪ হাজার টাকার, পেনিনসুলার ১২ লাখ ৯০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ২৮ লাখ ৫০ হাজার টাকার, আরডি ফুডের ৫ লাখ ৭ হাজার টাকার, রেনাটার ৫ লাখ ২৩ হাজার টাকার, রিং শাইনের ৮৩ লাখ ৮২ হাজার টাকার।


রানার অটোমোবাইলসের ৬ লাখ ৩০ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ২১ লাখ ৫৬ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার, সামিট পাওয়ারের ২১ লাখ ৫৩ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৩৩ লাখ ৬৬ হাজার টাকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৮৯ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ২ হাজার টাকার এবং এসইএমএল লেকচার মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com