শিরোনাম
বাজার মূলধন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১৮:৩২
বাজার মূলধন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজারে দিন দিন বাড়ছে লেনদেন ও সূচক। এর ধারাবাহিকতায় বছরের প্রথম সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২৮ হাজার ১০৮ কোটি ৩৭ লাখ টাকা।


সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।


তথ্যমতে, বছরের প্রথম সপ্তাহে লেনদেন শুরুর দিন ৩ জানুয়ারি ডিএসইতে বাজার মূলধন ছিল চার লাখ ৪৮ হাজার ২৩০ কোটি পাঁচ লাখ ২১ হাজার টাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ছিল তিন লাখ ৯১ হাজার ৬০৭ কোটি ৬৭ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে ৭ জানুয়ারি ডিএসইতে বাজার মূলধন দাঁড়ায় চার লাখ ৭০ হাজার ২৭০ কোটি তিন লাখ ৮৫ হাজার টাকা এবং সিএসইতে তিন লাখ ৯৭ হাজার ৬৭৬ কোটি সাত লাখ টাকা।


এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধন বেড়েছে ২২ হাজার ৩৯ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকা এবং সিএসইতে মূলধন বেড়েছে ছয় হাজার ৬৮ কোটি ৩৯ লাখ টাকা। পুরো পুঁজিবাজারে মূলধন বেড়েছে ২৮ হাজার ১০৮ কোটি ৩৭ লাখ টাকা।


গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে নয় হাজার ৯৫১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৮৭০ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৮০৩ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৯০৯ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে চার হাজার ১৪৭ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ৯৬১ টাকা বা ৭১.৪৭ শতাংশ।


আলোচ্য সময়ে গড় লেনদেনও বেড়েছে । গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৯৯০ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৭৭৪ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল এক হাজার ৪৫০ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৯৭৭ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৩৯ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৯৭ টাকা বেড়েছে।


এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৫৭১ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২৯ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ৩৩৬ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৫৪ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকা।


গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫৬.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪৮.৯৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৫৬.২৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৫৯.৭৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৪৫.১০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৭১.৬২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫৭.৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৭.৮৩ পয়েন্টে অবস্থান করছে।


গত সপ্তাহে সিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২০৬টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com