অগ্নিযোদ্ধা ইরফান সাজ্জাদ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১১:০৯
অগ্নিযোদ্ধা ইরফান সাজ্জাদ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্নিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।‘ফায়ার ফাইটার: এ সাইলেন্ট হিরো’ নামের নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।


জুবায়ের ইবনে বকর বলেন, ‘নাটকে একজন ফায়ার ফাইটার বা অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। দর্শকের মনে দাগ কাটবে তার অভিনয়।’


ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা। গল্পটা জুবায়ের ভাইয়েরই। অবশেষে ব্যাটে বলে মিলে যাওয়াতে কাজটা হয়েছে এটা আমার জন্য আনন্দের। কাজটা করতে গিয়ে গত ছয়মাসেরও বেশি সময় পরিশ্রম করেছেন জুবায়ের ভাই। আমিও নিজেকে তৈরি করেছি অনেক সময় নিয়ে। এ চরিত্রে অভিনয়ের জন্য আমি ওজন কমিয়েছি। একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিষদ জানার চেষ্টা করেছি। কীভাবে কী করতে হয় তা যথাযথভাবে জানার চেষ্টা করেছি। মূলকথা একদম আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতোটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করে তা তুলে ধরার চেষ্টা করেছি আমরা।


আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিলো। বলা যেতে পারে এটাও আমার একটা সিগনেচার ওয়ার্ক হিসেবে বিবেচিত হতে পারে আগামীতে।’


নির্মাতা জানান, আগামী ঈদে ‘ফায়ার ফাইটার : এ সাইলেন্ট হিরো’ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com